পাবনা মানসিক হাসপাতালের রোগীদের ঈদ উদযাপন

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০৪:৫০ পিএম

পাবনা মানসিক হাসপাতালের রোগীদের জন্য ঈদ মানে একটু ভিন্নরকম অনুভূতি। পরিবারের বাইরে কাটানো এই বিশেষ দিনটি আনন্দের চেয়ে অনেকটাই নিরানন্দ। প্রিয়জনদের ভালোবাসা ও সান্নিধ্য থেকে দূরে থাকা এই মানুষগুলোর জন্য ঈদ কেমন কাটবে? পাশে থাকবেন কারা?—এমন প্রশ্ন থেকেই যায়।

১৯ বছর বয়সী যশোরের রায়হান শেখ, বেশ কিছুদিন আগে মানসিক সমস্যার কারণে ভর্তি হয়েছেন পাবনা মানসিক হাসপাতালে। চিকিৎসার জন্য হাসপাতালের শয্যাশায়ী আরও অনেকে, যেমন—আবুল কালাম মন্টু, রবিউল করিম রেজাসহ অসংখ্য মানসিক রোগী। তবে উৎসবের আনন্দ তাদেরও ছুঁয়ে গেছে।

ঈদের সময় হাসপাতালের পরিবেশ থাকে কিছুটা ভিন্ন। রোগীদের মনে ঈদের আনন্দ থাকলেও সেটির সঙ্গে মিশে থাকে এক ধরনের বিষণ্নতা। পরিবারের সঙ্গে দেখা করার ইচ্ছা থাকলেও মানসিক সমস্যার কারণে তা হয়ে ওঠে না অনেকের জন্য।

তবে রোগীদের মনোবল বাড়াতে ও উৎসবের আমেজ দিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ ব্যবস্থা। খাবার, বিনোদন ও সেবার বিশেষ আয়োজন করা হয়েছে তাদের জন্য। পাশাপাশি জরুরি চিকিৎসা সেবাও রয়েছে ঈদের ছুটিতেও।

এভাবেই কাটে পাবনা মানসিক হাসপাতালের রোগীদের ঈদ। হয়তো এটি ঘরোয়া উৎসবের মতো নয়, কিন্তু মানবতার সেবায় নিয়োজিত কর্মীদের ভালোবাসা ও আন্তরিকতা কিছুটা হলেও তাদের মনে ঈদের আনন্দের স্বাদ এনে দেয়।

ইএইচ