বোয়ালমারীতে ধর্ষক গ্রেপ্তার, সহযোগী পলাতক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০১:১২ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের অভিযোগে আব্দুর রহমান (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তবে তার সহযোগী রাতুল (১৯) এখনো পলাতক রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামি উভয়ের বাড়ি উপজেলার মুরাইল গ্রামে।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, ঈদের দিন বেড়াতে যাওয়ার কথা বলে আব্দুর রহমান বর্ণিচর গ্রামের এক তরুণীকে (১৮) গুনবাহ শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী অজ্ঞান হয়ে যায়। পরে তাকে পাশের একটি বাড়িতে নিয়ে গিয়ে চেতনা ফেরানোর চেষ্টা করা হয়। দীর্ঘ সময় পরও জ্ঞান না ফেরায় তাকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার জ্ঞান ফিরে আসে।

বোয়ালমারী থানা পুলিশ মঙ্গলবার সকাল ৯টার দিকে খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদের নেতৃত্বে একটি টিম মোহাম্মদপুর হাসপাতাল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মামলার পর মঙ্গলবার রাত আড়াইটার দিকে পুলিশ অভিযান চালিয়ে এলাংখালী এলাকা থেকে ধর্ষক আব্দুর রহমানকে গ্রেপ্তার করে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, "ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার পরই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের সহযোগী আসামি রাতুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার ফরিদপুর পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"

ইএইচ