চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ফোরলেন করার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৯:২৬ পিএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ফোরলেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ঈদযাত্রায় তিন দিনে ভয়াবহ পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার পর এবং সারা বছরই দুর্ঘটনা সংঘটিত হওয়ার কারণে মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবিতে বুধবার বিকেল ৫টায় লোহাগাড়ার আধুনগর বাসস্টেশনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে আধুনগর ইউনিয়ন জামায়াত।

আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সচিব ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী, সহকারী সচিব অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. নোমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চুনতির জাঙ্গালিয়া যেন আজরাইলের বসতঘর। এটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত দীর্ঘ মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায়। এই দুর্ঘটনা রোধ করতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করার বিকল্প নেই।

বক্তারা দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি আহ্বান জানান।

ইএইচ