কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ১১:৩৮ এএম

ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ধারালো লোহার রড় দিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন ছবেদ আলী নামে আরও একজন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে।

নিহত যুবক আবু তালেব (৩৫) কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেঁদেপল্লী এলাকার মৃত আয়ুব হোসেনের ছেলে।

বুধবার ভোররাতে কাশীপুর বেঁদেপল্লীতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রুবেল হোসেন একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে আবু তালেবের বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করে রুবেল হোসেন। আবু তালেব বাইরে বের হলে রুবেল লোহার রড়ের ছুঁচালো অংশ দিয়ে তার বুকে আঘাত করে। এ সময় তালেবের শ্বশুর ছবেদ আলী ঠেকাতে গেলে তাকেও আঘাত করা হয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর অভিযুক্ত রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, লোহার রড় দিয়ে আঘাত করে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইএইচ