অশ্লীল নৃত্য, দেশি অস্ত্রের প্রদর্শনী, গ্রেপ্তার ১৫

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০১:৩৬ পিএম

ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখানের সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে অশ্লীল নৃত্য ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ‘ডেঞ্জার গ্যাং’ গ্রুপের ১৫ কিশোর ও যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল।

বুধবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তর করা হয়।

প্রথমে কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়কের তুলশীখালী ব্রিজের নিচ থেকে ১৩ জনকে এবং পরে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে প্রায় অর্ধশত দেশীয় অস্ত্র, যেমন রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লোহার পাইপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে হাসেম (২৭), মো. শেখ (১৯), সোহাগ মোল্লা, আরাফাত (১৫) ও মাহিন (১৬) উল্লেখযোগ্য।

এর আগে ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলারযোগে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উঠতি বয়সের বখাটেরা তুলশীখালী ব্রিজের আশপাশে নদীতে উচ্চস্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্যের পাশাপাশি দেশি অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। উচ্চস্বরে গান, অশালীন নৃত্য ও অস্ত্রের ঝনঝনানিতে কিছু উৎসুক জনতা আকৃষ্ট হলেও অধিকাংশ সাধারণ মানুষ নদীর পাড়ে আসতে পারছিল না। বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে সেখানে যাওয়া সম্ভব ছিল না। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল অশ্লীলতা মুক্ত ঈদ আনন্দ। দেরিতে হলেও এমন অভিযানে স্থানীয় লোকজন সন্তুষ্ট।

শাক্তা থেকে ঘুরতে আসা মাহিন জানান, “আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এমন অভিযানের। এই নোংরামির কারণে সাধারণ মানুষ ব্রিজে আসা ছেড়ে দিয়েছিল। আমরা চাই ভবিষ্যতেও যেন এমন সংস্কৃতি আর ফিরে না আসে।”

এ বিষয়ে কেরানীগঞ্জের ধলেশ্বরী সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

তবে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই মশিউর রহমান জানান, “এটি মূলত নৌ পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা তাদের সহযোগিতা করেছি। আসামিদের রাত ১টার দিকে মুন্সিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ইএইচ