শিবচরে দু’পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৪:৫৯ পিএম

মাদারীপুর জেলার শিবচরে দু‍‍`পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য ৩ জনকে ঢাকা প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ডোনকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগের রাতে মসজিদের ভিতরে একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। পূর্বের ঘটনার মীমাংসা হওয়ার কথা থাকলেও তা হয়নি এবং সালিশিরা কোনো সালিশে বসেননি। সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে দু‍‍`পক্ষের মধ্যে পূর্বে ঘটে যাওয়া ঘটনার জের ধরে সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন- ১. বিপ্লব (৩০) ২. মানিক মাদবর (৫০) ৩. ইব্রাহিম মাদবর (৪৯) ৪. বোরহান উদ্দিন (৩৬) ৫. অনিক (১৬) ৬. রাতুল (১৬) ৭. ফাতেমা বেগম (৩৫) ৮. কোহিনূর বেগম (৬৫) ৯. চুন্নু মাদবর (৪২) ১০. চান মিয়া মাদবর (৭০) ১১. সাগর বেপারী (৩০) ১২. মারিয়া (২৫) ১৩. মিম (২৪)।

এছাড়াও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কোহিনূর বেগম, মানিক মাদবর এবং ইব্রাহিম মাদবরের অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

এ ঘটনা ঘটার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, একটি ঘটনা নিয়ে এমন সংঘর্ষ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং সবাইকে সচেতন থাকতে হবে।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, "ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনাস্থলে আমি এবং আমার টিম কাজ করছি। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

ইএইচ