নতুন বাংলাদেশে কেমন ‘কুড়িগ্রাম দেখতে চাই’ শীর্ষক সভা

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ০৭:১৭ পিএম

কুড়িগ্রাম জেলার গণমাধ্যমকর্মীদের সাথে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন "কুড়িগ্রাম দেখতে চাই" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম শাখার আয়োজনে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম ঘোষপাড়াস্থ ওএফসি হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির জেলা সংগঠক মুকুল মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, মাসুম মিয়া, আসাদুজ্জামান আসাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আব্দুল আজিজ নাহিদ এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ।

প্রধান অতিথি ড. আতিক মুজাহিদ কুড়িগ্রাম জেলার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি প্রয়োজন বোধ করলে জোটগতভাবে নির্বাচনে অংশ নেবার সম্ভাবনা রয়েছে, যা সময়ে প্রকাশিত হবে। এছাড়া তিনি জেলার বিভিন্ন সমস্যা ও সমাধান চিহ্নিত করে তা থেকে উত্তোরণের বিষয়ে আলোচনা করেন।

ইএইচ