চট্টগ্রাম শহরের অন্যতম প্রাচীন স্থাপনা ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ সংরক্ষিত এলাকা সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং)।
বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণাধীন এই স্থাপনাটি ইতিহাসের জীবন্ত সাক্ষী হিসেবে বিবেচিত। পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে রেলওয়ের উদ্যোগে এখানে পরিচালিত হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
এ উপলক্ষে শনিবার সকাল ৮টায় সরেজমিন পরিদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) শেখ সাকিল উদ্দিন আহমদের নেতৃত্বে আয়োজিত এ কার্যক্রমে অংশ নেন রেলওয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন মো. সুবক্তগীন (মহাব্যবস্থাপক, পূর্বাঞ্চল), মো. আবু জাফর মিঞা (প্রধান প্রকৌশলী, পূর্ব), ডা. ইবনে সফি আব্দুল আহাদ (প্রধান চিকিৎসা কর্মকর্তা, পূর্ব), মো. আশাবুল ইসলাম (চীফ কমান্ড্যান্ট, আরএনবি, পূর্ব), এ বি এম কামরুজ্জামান (বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, চট্টগ্রাম), ফেরদৌস আহমেদ (উপ-পরিচালক, জনসংযোগ, পূর্ব), তাহামিনা আক্তার (ডিভিশনাল অফিসার, সিআরবি), এস. রিয়াসাদ ইসরাম (বিভাগীয় প্রকৌশলী-২, পাহাড়তলী), রেলওয়ে কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শফিকুর রহমান স্বপন ও সদস্য সচিব মো. শাহ আলম, রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম. আর. মঞ্জু, বি.আর.ই.এল-এর কার্যকরী সভাপতি সেলিম পাটোয়ারী, মাহবুবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় সিআরবি এলাকাকে পরিচ্ছন্ন রাখতে নিয়মিত কার্যক্রম পরিচালনা, আবর্জনা ব্যবস্থাপনা, বৃক্ষ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়।
কর্মকর্তারা বলেন, “সিআরবি শুধু রেলওয়েরই নয়, এটি চট্টগ্রামের প্রাণ ও ঐতিহ্যের অংশ। এর পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
পরিচ্ছন্নতা অভিযান শেষে কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের খিচুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।
ইএইচ