ডিসি সম্মেলনের পর দ্রব্যমূল্য ও আইনশৃংখলা নিয়ন্ত্রণে সফল মাগুরা জেলা প্রশাসক

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০১:১৪ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের আট মাসে দু’টি বড় সাফল্য জনগণের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এর একটি অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্যকে মাহে রমজানের শুরু থেকেই নিয়ন্ত্রণে আনা এবং ‘অপারেশন ডেভিল হান্ট’ এর মধ্য দিয়ে দেশের পতিত স্বৈরাচারের দোসরদের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা ভেঙ্গে দেয়া।

ঢাকায় অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের পর থেকে মাগুরা জেলায় এই দু’টি বিষয়সহ সরকারের নির্দেশনা নিয়ে সাড়াঁশি অভিযান চালানোর ফলে দ্রব্যমূল্যের বাজার ও জনজীবনে দৃশ্যমান স্বস্তি দেখা যাচ্ছে।মাগুরা  জেলা প্রশাসকর বাজার তদারকির-পাশাপাশি চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনী ও পুলিশ,প্রশাসন চালিয়েছে সন্ত্রাসীদের নির্মূলে ‘ডেভিল হান্ট’ অপারেশন।

ঢাকায় অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো সংস্কারের একগুচ্ছ নির্দেশনা নিয়ে মাগুরা জেলায় ফিরে আসেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।তাদের দেয়া প্রথম দু’টি চ্যালেঞ্জ ছিল মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ। এই দু’টি অভিযানে জেলা প্রশাসকসহ সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কঠোর পদক্ষেপে এ জেলার রাজনৈতিকদল,পেশাজীবী ও মানবাধিকার সংগঠনগুলো দৃশ্যমান সাফল্য দেখতে পাচ্ছেন বলে অভিমত দিয়েছেন এ জেলার বাসিন্দারা।

জেলাকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে পতিত আওয়ামী লীগের ব্যবসায়িক বেনিফিশিয়ারি সিন্ডিকেট মাহে রমজানকে সামনে রেখে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার পাশাপাশি চুরি-ডাকাতিসহ আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করেছিল। অন্তর্বর্তী সরকার জেলা প্রশাসক সম্মেলনে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার বার্তা দেয়ার পর জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম মাগুরা জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাড়াঁশি অভিযান চলমান রেখেছেন।

মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম জানিয়েছেন, আড়তদার মজুদদারদের বিরুদ্ধে কোনো অনুকম্পা নেই। ‘রাষ্ট্র, রাষ্ট্রের আইন শক্তিশালী, নাকি আড়তদার-মজুতদার ও সন্ত্রাসী গোষ্ঠি শাক্তশালী-এই চ্যালেঞ্জ নিতে চাই।’রোজা শুরুর আগেই সতর্কবার্তা দিয়ে ব্যবসায়ীদের সাথে কয়েক দফা বৈঠক করেছি। অনুনয় বিনয় করে বলেছি, মজুত করে চাল, ডাল, তেল, চিনির কৃত্রিম সংকট তৈরি করবেন না। 

দেখা গেছে, সব পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক থাকলেও সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হয়েছে। তাছাড়া অবৈধ অস্ত্র ও মাদক সিন্ডিকেট ভাঙ্গতে পরিচালিত হচ্ছে নিয়মিত অভিযান।

তিনি বলেন, এই পর্যন্ত কমবেশি ৭৫টি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছি।আরো ভ্রাম্যমাণ আদালত অভিযানের পরিকল্পনা আছে। কোনো ছাড় দেয়া হবে না। আইনশৃংখলা পরিস্থিতির বিষয়ে সমন্বয় করা হচ্ছে আইনশৃংখলা বাহিনীর সাথে।

জেলা প্রশাসকের সাথে এরইমধ্যে আলোচনা করে জানা গেছে, তারা প্রধান উপদেষ্টার গঠন ও দিক-নির্দেশনামূলক বক্তব্যে অনুপ্রাণিত হয়েছেন।

সে অনুযায়ী প্রথম কাজ ছিল মাহে রমজানকে সামনে রেখে তেল, চিনি, চাল, ডালসহ নিত্য পণ্যের সিন্ডিকেট ভেঙ্গে দেয়া। জনগণের বিদ্যুতের চাহিদা মেটানো।আড়তদার এবং মজুতদারের কারসাজিতে অতীতের ন্যায় রমজান মাসে অতি-মুনাফাখোরদের হাত থেকে ভোক্তাদের রক্ষা করা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আড়তদার ও মজুতদারদের শনাক্ত করে তাদের সিন্ডিকেট ভেঙ্গে দেয়া, আইনশৃঙ্খলার উন্নয়ন, রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য পতিত স্বৈরাচারের দোসরদের আইনের আওতায় আনাসহ বিভিন্ন পরামর্শমূলক প্রস্তাবনা। বৈষম্যের অবসান,জাতীয় ঐক্য,দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ ব্যবস্থা,একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের আকাঙ্খার প্রতিফলন, ন্যায় বিচার এবং জনগণের কাছে সরকারের বার্তা পৌঁছে দিয়ে সেতুবন্ধন তৈরি করা।

অনুসন্ধানে জানা গেছে, উক্ত নির্দেশনা ছাড়াও প্রতিনিয়ত পরিচালনা করেছেন তিনি। সরকারের বিভিন্ন নির্দেশনা তার মধ্যে উল্লেখযোগ্য হলো—

৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন: ২ মার্চ ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস, মাগুরার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। 

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন: ৮ মার্চ মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, সমতা এবং নেতৃত্বে তাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

১০ মার্চ জেলা প্রশাসক, মাগুরা আঠারোখাদা ইউনিয়ন ভূমি অফিস,আঠারোখাদা ইউনিয়ন পরিষদ,আঠারোখাদা মালন্দ আশ্রয়ণ কেন্দ্র, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,শ্রীপুর উপজেলা ভূমি অফিস, শ্রীপুর থানা,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান, লাঙ্গলবাধ ইউনিয়ন ভূমি অফিস,গয়েশপুর ইউনিয়ন পরিষদ,গয়েশপুর ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্র,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মনোনীত উন্নয়ন প্রকল্প পরিদর্শন।

গ্রাম আদালত প্রশিক্ষণ: ১১ মার্চ জেলা পরিষদে মাগুরায় হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর/ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ। ওই দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, মাগুরার উদ্যোগে “যাকাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 

১৫ মার্চ মাগুরা পৌরসভা চত্বরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: মাগুরা স্টেডিয়ামে ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর উদ্বোধন।

এল.এ. কেসের চেক বিতরণ: "বাংলাদেশ রেলওয়ে মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ" শীর্ষক প্রকল্পের আওতায় প্রকল্প স্থানে ভূমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণের ১৫৮ টি এম.আই.সি.আর. চেক এর মাধ্যমে ৫,৯০,৮১,৭৭৯.০৪ টাকা বিতরণ।

২২ মার্চ মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ইদ কার্ড তৈরি প্রতিযোগিতা।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- উপলক্ষে,জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ইসলামিক ফাউন্ডেশন,মাগুরা জেলা কর্তৃক কোরান খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২৯ মার্চ নিহত শিশু মোছাঃ আছিয়া খাতুন এর পরিবারের সাথে দেখা করে নিহত আছিয়ার মায়ের হাতে সরকার প্রদত্ত ইদ উপহার প্রদান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মধ্যে ৩০ মার্চ জেলা প্রশাসনের ইদ উপহার বিতরণ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখা থেকে প্রাপ্ত মাগুরা জেলার জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের ১ম পর্বের এ ক্যাটেগরির ৪ টি এবং বি ক্যাটাগরির ৯ টি মোট ১৩ টি আর্থিক অনুদানের চেক বিতরণ। এ ক্যাটেগরির ৪ টি চেকে ২ লক্ষ করে মোট ৮ লক্ষ টাকা এবং বি ক্যাটেগরির ৯ টি চেকে ১ লক্ষ করে মোট ৯ লক্ষ টাকা; সর্বমোট ১৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

এছাড়াও শিশু-কিশোরদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ: শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা‍‍` শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্ঠান।

মাগুরা মিলনায়তনে জেলা পর্যায়ের জাতীয় ইমাম সম্মেলন: শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন। তারুণ্যের উৎসব ২০২৫। "তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ" কর্মশালা।

শিশু-কিশোরদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ :দরিদ্র ও আত্মকর্মসংস্থানে আগ্রহী ব্যক্তিদের মাঝে বেঞ্চ, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রম:

এসকল কর্মশালা ছাড়াও একাধিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

বিআরইউ