সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পুণ্যস্থান বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার ঐতিহ্যবাহী দূর্গাসাগর দীঘিতে স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে এ উৎসবে হাজারো পুণ্যার্থীর পদচারণায় মুখোরিত হয়ে উঠেছে মাধবপাশার দূর্গাসাগর পাড় এলাকা।
বৈশাখের অষ্টমী তিথিতে দূর্গাসাগরে স্নান করে পাপ থেকে মুক্তি লাভের আশায় প্রতি বছরের মতো এবারও বিভিন্ন স্থান থেকে সনাতন ধর্মাবলম্বীরা এখানে আসেন।
সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত পুণ্যার্থীরা গঙ্গাদেবীর চরনে আত্মসমর্পণ করে পূজা, অর্চনা ও প্রার্থনার মাধ্যমে জগতের যাবতীয় সংকীর্ণতা ও পঙ্কিলতার আবর্তে ঘেরা জীবন থেকে পাপ মুক্তির বাসনায় দূর্গাসাগরে স্নান উৎসবে যোগ দেন। প্রায় দেড়শত বছর ধরে এই ঐতিহ্যটি পালন করা হচ্ছে।
এ উৎসবকে ঘিরে পুরো এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় রাখা হয়েছে। স্নানের পাশাপাশি সাগর পাড়ের বিদ্যালয় প্রাঙ্গণে গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে।
এখানে মুড়ি-মুড়কি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দর্শনার্থীরা ভিড় করছেন।
ইএইচ