বুড়িমারী মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণের দাবি

লালমনিরহাট প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৫:১০ পিএম

দেশের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দরের সাথে সারাদেশের বাণিজ্যিক যোগাযোগ বিস্তারে বুড়িমারী মহাসড়ককে চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন আগামী জুন-জুলাইয়ের বাজেটে এই মহাসড়কের জন্য বরাদ্দ দেয় এবং এবারই এর কাজের উদ্বোধন করা হয়।

শনিবার (৫ এপ্রিল) একদিনের সাংগঠনিক সফরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এ দাবি জানান।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ১৮টি পণ্য আমদানি করা নিষেধ, যার ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকারও বিপুল রাজস্ব হারাচ্ছে। সিন্ডিকেট ভেঙে দিয়ে এ সকল পণ্য আমদানির অনুমতি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।”

এর আগে সকালেই তিনি তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন। বিকেলে পাটগ্রাম টি.এন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বিআরইউ