পাবনার ভাঙ্গুড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল এর আয়োজন করে। খেলায় উপজেলার শাহানগর গ্রাম ও পাশ্ববর্তী চাটমোহর উপজেলার করকোলা গ্রামের দুটি দলের প্রায় ২০ জন লাঠিয়াল অংশ গ্রহণ করেন।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে নানা বয়সী শত শত দর্শক খেলা উপভোগ করেন। শুরুতেই লাঠিয়ালরা ঢাক-ঢোলের তালে তালে বাঁশের লাঠি ঘুরাতে ঘুরাতে মাঠে প্রবেশ করেন। এরপর শুরু হয় লাঠিয়ালদের নানান রকমের লাঠির কসরত। এসময় উপস্থিত দর্শক হাতে তালি দিয়ে তাদের উৎসাহ দেন।
এসময় উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক,ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পৌর কৃষক দলের সদস্য সচিব পান্না হোসেন প্রমুখ নেতৃবন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
এ বিষয়ে অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা বলেন, গ্রাম বাংলা থেকে লাঠি খেলা হারিয়ে যেতে বসেছে। তাই নতুন প্রজন্মের কাছে লাঠি খেলার ঐতিহ্য তুলে ধরতেই আমাদের এই আয়োজন।
বিআরইউ