জামালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৪:০১ পিএম

ব্যাপক দর্শক সমাগমের মধ্যদিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার রাতে জে.এম স্পোর্টস ক্লাবের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের আলহাজ্ব ঝুনু মিয়া হাই স্কুল মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে শুরু থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে, তার মধ্যে জে.এম স্পোর্টস ক্লাব বনাম লালপুর একাদশ ফাইনাল খেলায় অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-১ গোলের ব্যবধানে জে.এম স্পোর্টস ক্লাব বিজয়ী হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদারের সভাপতিত্বে এবং জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদারের সঞ্চালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আজিজুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, আলী আক্কাছ মুরাদ, ফজলুল কাদের চৌধুরী তৌফিক, গোলাম রাব্বানী আফিন্দ, নূরে আলম ফরাজী, এমরান হোসেন রুবেল, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন, জেলা সেচ্ছাসেবকদলের সদস্য আহমেদ ঝাকি, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মুস্তাক আহমেদ, তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব আদনান আহমেদ শুভসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইএইচ