গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, "আন্দোলনের পক্ষের শক্তির দলগুলো যদি নিজেদের মধ্যে বিভাজন করে, বিদ্বেষ ছড়ায় এবং বিভক্ত হয়, তাহলে আমরা যে আওয়ামী অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিলাম, সেই অপশক্তি আবার ফিরে আসবে। আমরা মনে করি, এই পরিবর্তিত পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি আমাদের মধ্যে আলাপ-আলোচনা না থাকে, তাহলে যে কোন সময় একটি নতুন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।"
তিনি শনিবার বিকালে দশমিনা পূর্বআলীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলীপুরা ইউনিয়ন মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফাইনালে বহরামপুর ইউনিয়ন একাদশ আলীপুরা ইউনিয়ন একাদশকে টাইব্রেকারে এক গোলে হারিয়ে বিজয়ী হয়।
নূর আরও বলেন, "আওয়ামী লীগ ফিরে আসলে যারা এতদিন হুঙ্কার দিচ্ছিল, তারা ষোলো বছর কোথায় ছিল? এখন এসে গ্যাছে, আর এখন হুঙ্কার দেয়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পাতি নেতাদের সাথে তর্কে জড়িয়ে আমাদের দলের ইমেজ নষ্ট করা যাবে না।"
এ সময় দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক লিয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম, গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক মো. শাহআলম সিকদারসহ উপজেলা ও ইউনিয়ন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
ইএইচ