পাবনার ভাঙ্গুড়ায় ধর্ষণ মামলায় উপজেলা ছাত্রলীগ কর্মী মো. নাইম হোসেনকে (২২) আটক করেছে পুলিশ।
রোববার পৌর সদরের সরদারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নাইম ওই মহল্লার মধু মোল্লার ছেলে।
এর আগে ভুক্তভোগী নারী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০) অনুযায়ী আদালতে এজাহার দায়ের করেন। আদালত তা আমলে নিয়ে ভাঙ্গুড়া থানা পুলিশকে মামলা রুজু করার নির্দেশ দেন।
জানা গেছে, ভুক্তভোগীর সঙ্গে নাইমের ছয় মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তবে পারিবারিক কলহের জেরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। কিছুদিন পর নাইম আবার ছনিয়ার সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং পুনরায় বিয়ের আশ্বাস দেয়।
এই সুযোগে গত ২৫ জানুয়ারি ভুক্তভোগী তার বাবার বাড়িতে একা থাকাকালে নাইম সেখানে প্রবেশ করে এবং বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী চিৎকার করলে নাইম পালিয়ে যায়। পরে তিনি কৌশুলীর মাধ্যমে আদালতে মামলা দায়ের করলে আদালত থানা পুলিশকে তা রুজু করতে নির্দেশ দেয়।
পরে পুলিশ অভিযান চালিয়ে নাইমকে সরদারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, "নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।"
ইএইচ