গ্লোবাল স্ট্রাইকের সমর্থনে কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ

মো. সাজু মিয়া, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৫:০১ পিএম

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী কর্তৃক  নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি জনতার ডাকে গ্লোবাল স্ট্রাইকের সমর্থনে লালমনিরহাটের কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার সর্বস্তরের মানুষের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুষভাণ্ডার সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে করে কর্মসূচি শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরওয়ার জাহান রাফিন, তুষভাণ্ডার বাজারে ব্যবসায়ী মুনতাসির রহমান রিপন, হাফেজ মাওলানা আব্দুর রশিদ ও সাংবাদিক মানবাধিকার কর্মী সাব্বির আহমেদ লাভলু।

সমাবেশে বক্তারা গজায় বিচারে গণহত্যা বন্ধের  দাবি করেন এবং ইসরাইলী পণ্য বর্জনের সবাইকে আহ্বান জানান, বাংলাদেশি জনগণের পক্ষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ভূমিকা রাখা অনুরোধ করেন। গ্লোবাল স্ট্রাইকের সমর্থনে তুষভাণ্ডার বাজারের সকল ব্যবসায়ী দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখেন।

আরএস