খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাই মদসহ মো. রিপন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে এবং রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল মান্নান মিয়া ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের দারোগাপাড়া এলাকার নাসির উদ্দিন রানার ভাঙারী দোকানের সামনে, রামগড় বাজার থেকে সোনাইপুল বাজারগামী পাকা রাস্তায় মো. রিপনকে দেশীয় তৈরি ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়।
মো. রিপন রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. কেপায়েত উল্লাহর ছেলে।
ঘটনার বিষয়ে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ইএইচ