চরফ্যাশনে নকল মুক্ত পরীক্ষা নিশ্চিতে শিক্ষার্থীদের স্মারক লিপি প্রদান

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৭:০১ পিএম

চরফ্যাশনে নকল মুক্ত পরিবেশে আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষা  নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টায় চরফ্যাশন বাজার সদর রোডে সচেতন ছাত্রী-ছাত্রী ও অভিভাবক সমাজের অংশ গ্রহণে অভিভাবক সমাজের পক্ষে  বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর শাহাদাৎ হোসেন ছায়েদ, চরফ্যাশন সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান মো. আলাউদ্দিন। 

পরে শিক্ষার্থীরা একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি‍‍`র নিকট স্মারক লিপি প্রদান করেন।

আরএস