বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বগুড়া-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে মাঝিড়া বাসস্ট্যান্ড গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোখলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা মো. কাওসার আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, উপজেলা যুব বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, উপজেলা অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা মো. আব্দুর রশিদ, উপজেলা মজলিশে শূরা সদস্য মো. আব্দুস সাত্তার, মাওলানা আব্দুর রউফ খাঁন, ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর শহর সভাপতি মো. আবু সাইম, শাজাহানপুর পূর্ব সভাপতি মো. সাবিরুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলের সন্ত্রাসী, অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সাড়ে সাত শ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, বরং যুদ্ধাপরাধ করেছে।
তিনি বলেন, এসব করে দখলদার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবে না। বরং ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে। গাজা ও ফিলিস্তিনবাসীর জন্য চূড়ান্ত বিজয় অপেক্ষা করছে।
আরএস