আসন্ন বাংলা নববর্ষ ও বৈসাবি উপলক্ষে রাঙ্গামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৮:৪৫ পিএম

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩২ এবং পার্বত্য অঞ্চলের বৈসাবি, বিজু, সাংগ্রাই, বৈসুখ উৎসবকে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক  মোহাম্মদ হাবিব উল্লাহ(মারুফ)।

সভায় জেলা প্রশাসক বলেন, “পার্বত্য অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতি ও উৎসবের প্রতি আমরা শ্রদ্ধাশীল। বৈসাবি এবং বাংলা নববর্ষ এই অঞ্চলের মানুষের প্রাণের উৎসব। এই উৎসবকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে।”

এসময় জেলা পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেনসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে উৎসবকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা,স্ব স্ব জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং পার্বত্য সংস্কৃতির সম্মান রক্ষার বিষয়ে মতামত প্রদান করেন।

সভা শেষে জেলা প্রশাসক সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং উৎসবকে সর্বজনীন ও অংশগ্রহণমূলক করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আরএস