ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিক্ষোভ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৩:২৬ পিএম

ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র নারী-পুরুষ ও শিশুসহ  মুসলমানদের উপর ইসরাইল বাহিনী কর্তৃক হত্যা নির্যাতন বাড়িঘর গুড়িয়ে দেওয়া ভিটে মাটি ছাড়া করা  ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস‍‍`র   নেতৃত্বে  মঙ্গলবার (৮ এপ্রিল )  সকালে  বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন।

এ সময় হাসপাতালের উপ -পরিচালক ডা. জাকিউল ইসলাম, বিভিন্ন বিভাগের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলে অংশগ্রহন করেন।

শুধু ধর্মের জন্য নয় ইসরাইলের অমানবিক  নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সকল ধর্মের মানুষ একত্র হয়ে প্রতিবাদ করেছেন উপস্থিত সকলেই।  উপস্থিত বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে হত্যাকাণ্ডসহ  আগ্রাসন বন্ধ করার দাবি জানান।

বিআরইউ