চট্টগ্রামের সন্দ্বীপে মাটিভর্তি ট্রাক দুর্ঘটনায় হেলফারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১.৪০ মিনিটে উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মৌলবী বাজারের পশ্চিমে গোলাম খালেক সড়কের স`মিলের সামনে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পরই ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়। নিহত ট্রাক হেলফার বাউরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বেড়িবাঁধ এলাকার মো. রিয়াদ ড্রাইভারের ছেলে অনিক (১৮)।
প্রত্যক্ষদর্শী স`মিলের শ্রমিক গোলাম মাওলা বলেন, মাটিভর্তি ট্রাকটি পূর্ব দিক থেকে এত বেশি গতি ছিল যা নিয়ন্ত্রণের বাহিরে সরু রাস্তায় গাড়ি টি যখনই উঁচু নীচু হওয়ায় সে ট্রাক থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সাথে সাথে মৃত্যু বরণ করে।
বেলা ২.৪০ মিনিট সন্দ্বীপ থানা পুলিশের এস আই মুন ও চয়ন দাশ গুপ্তের নেতৃত্বে একটি টিম এসে লাশ সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্ট মটেমের জন্য নিয়ে যায়।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম সফিকুল ইসলাম চৌধুরী বলেন, স্পিড বেকারের ধাক্কা নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি নিহতের পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ হস্তান্তর করা হবে।
বিআরইউ