উলিপুরে সেনাবাহিনীর অনুপ্রেরণামূলক সেমিনার উদ্বোধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৫:৪৫ পিএম

কুড়িগ্রামের উলিপুরে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম শ্রেণীর গ্রেজেটেড কমিশন অফিসার পদে যোগদানে উৎসাহিত করতে দুইদিন ব্যাপী অনুপ্রেরণামূলক আয়োজিত সেমিনার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল দশঘটিকায় উলিপুর উপজেলা পরিষদ হলরুমে রংপুর অঞ্চলের ৬৬ পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট আয়োজিত সেমিনারে মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম স্টেডিয়াম অস্থায়ী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাফায়েত হোসেন।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা, মো. শামছুল আলম,অধ্যক্ষ শরিফুর রহমান খোকন, অধ্যক্ষ দেবব্রত রায়সহ বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক,অধ্যাপক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।

বিআরইউ