কালিয়াকৈরে ভয়াবহ আগুনে ২টি ঘর পুড়ে ছাই

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৯:৩৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিম পাড়া একতা ভবন (পুকুর পাড়) এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার,(৮ এপ্রিল) রাত ৭:৩০ মিনিটের দিকে শুরু হওয়া এই আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাজু মিয়ার দুটি ঘর। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, অগ্নিকাণ্ডের পরবর্তী ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কোন সঠিক ধারণা পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চালিয়ে যান।

প্রাথমিকভাবে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে। তবে, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি এটি তদন্তাধীন রয়েছে। স্থানীয়রা জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিয়ে সংশয় রয়ে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার খান রায়হান হোসেন চৌধুরী জানিয়েছেন, আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে এ বিষয়ে তদন্ত চলছে।

এ ঘটনাটি এলাকায় বড় ধরনের ক্ষতির কারণ হতে পারতো, তবে স্থানীয়দের তৎপরতায় ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আরো বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। আগুনের কারণ অনুসন্ধানের জন্য প্রশাসন একাধিক পদ্ধতি অনুসরণ করছে।

আরএস