জাজিরায় ৬৩০ জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০২:৪৭ পিএম

শরীয়তপুরের জাজিরায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন হাওলাদার, নিজামুদ্দিন সিকদার, এম সাইদুল হক, এসএম রাহাত সঞ্জীবসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, প্রণোদনার আওতায় ৬৩০ জন কৃষকের মাঝে ৫ কেজি উন্নত জাতের আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া, ২০ জন কৃষকের মাঝে ৫ কেজি মুগ ডাল বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার সরবরাহ করা হয়। পাশাপাশি, কৃষকদের আধুনিক চাষাবাদ ও জমি পরিচর্যা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।

তিনি আরও বলেন, “এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে।”

আক্কেল মাহমুদ মুন্সি কান্দির কৃষক সাইদুর রহমান মুন্সী বলেন, “আমি অত্যন্ত খুশি যে সরকার আমাদের মতো ক্ষুদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আজকের এই সহায়তা আমাকে চাষাবাদে নতুন উদ্যম দেবে। আমি কৃষি অফিস এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

উত্তর খোশাল সিকদার কান্দির কৃষক আবু তাহের ফকির বলেন, “সরকারের এই প্রণোদনায় আমরা কৃষকরা অনেক উপকৃত হচ্ছি। বীজ ও সার পেয়ে আমার চাষের খরচ অনেকটা কমে যাবে। আশা করছি, এতে উৎপাদনও বাড়বে। আমি চাই এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”

ইএইচ