কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণামূলক দুই দিনব্যাপী সেমিনার

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৩:৩২ পিএম

কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী অনুপ্রেরণামূলক সেমিনার। রংপুর অঞ্চলের ৬৬ পদাতিক ডিভিশনের একটি ইউনিটের উদ্যোগে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটোরিয়ামে বুধবার সেমিনারের দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।

এই সেমিনারে কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণির প্রায় ১,৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে সেনাবাহিনী সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রথম শ্রেণির গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী করে তুলতেই এই আয়োজন করা হয়।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সেনাবাহিনীতে বিনামূল্যে যোগদানের সুযোগ, যোগ্যতা ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পেরে সন্তোষ প্রকাশ করে।

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন বলেন, “পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও উৎসাহ সঞ্চারে এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ সেনাবাহিনীতে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

ইএইচ