বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে চট্টগ্রামের হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদন দেওয়া হয়।
পত্রে উল্লেখ করা হয় যে, গত ১৯ মার্চ প্রতিষ্ঠানটির অধ্যক্ষের আবেদন অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রণীত প্রবিধানমালা ২০২৪-এর প্রবিধান ৬৪(১) অনুসারে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এই কমিটি আগামী ৬ মাসের জন্য কার্যকর থাকবে এবং সেই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি গঠনের কাজ সম্পন্ন করতে হবে। অ্যাডহক কমিটির মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করা যাবে না।
অ্যাডহক কমিটির সদস্যরা হলেন- সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সদস্য সচিব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি, শামীম আক্তার ও অভিভাবক প্রতিনিধি মেজবাহ উদ্দিন সিদ্দিকী।
ইএইচ