বৈসু, সাংগ্রাই, বিজু, বিষু, বিহু উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৪:৫০ পিএম

রাঙামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু, সাংক্রান, সাংলান, চাংক্রান, পাতা-২০২৫ উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু সাংক্রান, সাংলান, চাংক্রান, পাতা-২০২৫ উদযাপন কমিটির উদ্যোগে শহরের পৌরসভা চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এই উপলক্ষে একটি আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় উদযাপন কমিটির আহবায়ক শ্রী প্রকৃতি রঞ্জন চাকমা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিস্টার দেবাশী রায়, সাবেক সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুদার, এবং উৎসব কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুকদার।

অনুষ্ঠানের শুরুতে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে পাহাড়িদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক গায়ে দিয়ে তাদের সংস্কৃতি তুলে ধরেন। আনন্দ-আমেজে বৈসাবির উপলক্ষে সবার কাছে পৌঁছে দেয় এই শোভাযাত্রাটি।

ইএইচ