ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে রাস্তায় সিলেটের ব্যবসায়ীরা

সিলেট ব্যুরো প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৬:৫৮ পিএম

সিলেটে ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাস্তায় নেমেছে সিলেটের ব্যবসায়ীরা। বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে মহানগরে কোর্ট পয়েন্ট ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ সমাবেশ করে হাসান মার্কেটের ব্যবসায়ীরা। এতে অংশ নেন সিলেটের অনান্যা মার্কেটের ব্যবসায়ীরাও।

এ সময় ব্যবসায়ীরা বলেন, ইসরায়েলবিরোধী আন্দোলনের নামে ব্যবসা প্রতিষ্ঠানে যারা হামলা করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা দরকার। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটক করতে হবে।তারা বলেন, ব্যবসায়ীরা সবাই ফিলিস্তিনের উপর এই হামলার বিরুদ্ধে আছে। সিলেটের মার্কেটে ইসরাইলি পণ্য যাতে এখানে না আসতে পারে সে জন্য সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে হবে।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, ব্যবসায়ীদের ওপর এমন হামলার তীব্র প্রতিবাদ জানাই আমরা। ইসরায়েলবিরোধী বিক্ষোভের নামে হামলা, ভাঙচুর ও লুটপাট কাম্য নয়। সামনের দিনগুলোতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে প্রশাসনকে খেয়াল রাখতে হবে।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, বিক্ষোভের নামে হামলা, ভাঙচুর ও লুটপাট বিএনপি সমর্থন করে না। এ ঘটনা পর থেকেই আমরা মাঠে ছিলাম। জনগণকে সচেতন করতে কাজ করে যাচ্ছি।

সমাবেশ থেকে ইসরাইলী পণ্য প্রত্যাহার করার আহ্বান জানান সিলেটের ব্যবসায়ীরা।

আরএস