নবাবগঞ্জে ইটভাটায় ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৫:৪৪ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ২টি ইটভাটা থেকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

বৃহস্পতিবার উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর ঢাকার সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান দল দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মলিন মিয়া এবং পরিদর্শক প্রভাতি রানী উপস্থিত ছিলেন।

অভিযানে হরিপুর খলিশাগাড়ী এম এম ব্রিকসের মোজাম্মেল হকের কাছ থেকে ১ লাখ টাকা এবং হরিপুরের এস এন এম ব্রিকসের শফিকুল ইসলামের কাছ থেকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইট প্রস্তুত ভাটা (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর বিভিন্ন ধারায় এই জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।

ইএইচ