৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন নাটোরের বাগাতিপাড়ার ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলু। তিনি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি লাভের পর ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বহিষ্কৃত হন তিনি। এরপর বন্ধ হয়ে যায় তার পড়ালেখা। সেই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন ইউপি সদস্য দুলু।
কিন্তু স্থানীয় নির্বাচনে জয়ী হওয়ায় আবারও পড়ালেখা করার সাহস ফিরে পান। অবশেষে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য দেলোয়ার।
দেলোয়ার হোসেন দুলু জানান, তার পরিবারের সকলেই শিক্ষিত, কিন্তু শুধু তিনিই কম শিক্ষিত হওয়ায় প্রতিনিয়তই মনকষ্টে ভুগছিলেন।
২০২১ সালে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর করমদোশী ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি আবারও লেখাপড়া করার সিদ্ধান্ত নেন। এরপর তিনি পার্শ্ববর্তী রাজশাহী জেলার চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের দ্বিমুখি দাখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন। এবার তিনি এসএসসি দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন।
তিনি আরও জানান, ছোটবেলা থেকেই তিনি ভালো ছাত্র ছিলেন। ১৯৮৫ সালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক বৃত্তি এবং ১৯৮৮ সালে জামনগর দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে জুনিয়র বৃত্তি লাভ করেন। ১৯৯০ সালে বাগাতিপাড়া কেন্দ্রে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন, তবে তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেনের কারণে তাকে বহিষ্কার করা হয়। দুলু জানান, অল্প শিক্ষিত হয়েও তিনি মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার স্বপ্ন ভেঙে গেলেও নতুন করে স্বপ্ন দেখে আজকের এই বয়সে তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। নাতি-নাতনিদের সঙ্গে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং অন্যান্য ভালো শিক্ষার্থীদের মতো তিনিও ভালো ফলাফল করবেন বলে আশাবাদী।
৫২ বছর বয়সী ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলুর এই প্রতিভাকে সাধুবাদ জানিয়ে তার সাফল্য কামনা করেছেন জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রব্বানি সহ স্থানীয় সুধীজন।
ইএইচ