বৈসাবি উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গায় খাদ্যশস্য বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৮:১২ পিএম

পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসু, সাংগ্রাই, চাংক্রান, বিজু, বিহু, বিষু, পাতা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় (চাকমা, মারমা ও ত্রিপুরা) জনগোষ্ঠীর মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।

উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এবং পাহাড়ি জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই কার্যক্রমে অংশ নেয় স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ত্রিপুরা, মারমা, চাকমা সম্প্রদায়ের আবেদনের প্রেক্ষিতে বিশেষ প্রকল্প কর্মসূচী থেকে বরাদ্দকৃত ৩৩টি সংগঠনকে ১৮ মেট্রিকটন খাদ্যশস্য (গম) এর ডিও বৈসাবি উদযাপন কমিটির হাতে তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া এবং বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, "বৈসাবি শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও সহাবস্থানের প্রতীক। এই উৎসবকে কেন্দ্র করে আমরা সবাই যেন মিলেমিশে আনন্দ ভাগাভাগি করতে পারি, সে জন্যই এই উদ্যোগ।"

ইএইচ