গাজায় মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৫, ০৯:০০ পিএম

গাজায় মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাষাড়ার মিশনপাড়া হোশিয়ারী সমিতির সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়।

এ সময় হাজারো ধর্মপ্রাণ মুসলমান এই মিছিলে অংশগ্রহণ করেন। পরে মিছিলটি নিতাইগঞ্জ গিয়ে শেষ হয়।

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, "আমেরিকার শাসক গোষ্ঠীর ইন্দনে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনির নিরীহ মুসলমানদের উপর হামলা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ইসরায়েলের সকল পণ্য বর্জনসহ ফিলিস্তিনি মুসলমানদের অধিকার আদায়ের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে থাকার অনুরোধ জানাই।" তিনি আরও বলেন, "যেভাবে নারী-শিশুদের উপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।"

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

ইএইচ