নাগরপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৫:২১ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজ শেষে সরকারি যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টাঙ্গাইল-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পুরাতন বেবি স্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, "সাম্প্রতিক সময়ে গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনী যে হামলা ও গণহত্যা চালাচ্ছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। এই নির্মম মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দেখেও পশ্চিমা বিশ্ব নীরব।" তিনি জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন এবং ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম.এ. মান্নান, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি হাফেজ আজিম উদ্দীন, উপজেলা ছাত্রশিবির সভাপতি তোফায়েল আহমেদ, যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক কোরবান আলী, সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো. ইমরান হোসাইন, গয়হাটা ইউনিয়ন জামায়াত সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, বেকড়া ইউনিয়ন জামায়াত সভাপতি মো. শামছুল হক, সলিমাবাদ ইউনিয়ন জামায়াত সভাপতি মো. দেলোয়ার হোসেন, মামুদনগর ইউনিয়ন জামায়াত সভাপতি হাফেজ মাসুদুর রহমান, গয়হাটা ইউনিয়ন যুব সভাপতি মো. সাহেদ আলী, সদর ইউনিয়ন যুব সভাপতি মেজবাহুল এহসান শোভনসহ বিপুল সংখ্যক তৌহিদি জনতা।

ইএইচ