ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তসংলগ্ন ইছামতি নদীতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ ভেসে থাকতে দেখা গেছে।
শুক্রবার বিকাল পর্যন্ত ওই মরদেহটি সীমান্তের হুদাপাড়া গ্রামের ইছামতি নদীর পাড়ে ভারতীয় অংশে নদীয়া জেলার ধানতলা থানার হাবাসপুর এলাকার জলসীমায় ভেসে থাকতে দেখা যায়।
স্থানীয়রা জানান, দুপুরের পর হুদাপাড়া গ্রামের এক কৃষক নদীর পাড়ঘেঁষা মাঠে গেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে। পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করে।
এখনও পর্যন্ত মরদেহের নাম বা পরিচয় জানা যায়নি।
তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এলাকাবাসীর ধারণা, মরদেহটি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের সর্দার পাড়ার কোনো যুবকের হতে পারে।
এ বিষয়ে খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, “ইছামতি নদীর ভারতীয় অংশে, বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর আমরা পেয়েছি। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। এ ধরনের ঘটনায় সাধারণত বিজিবি ও বিএসএফ যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করে। বিজিবি থেকে কোনো কিছু নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বিস্তারিত বলতে পারছি না। চূড়ান্ত তথ্য পাওয়া গেলে আমরা জানাতে পারব।”
ইএইচ