ফুল বিজু উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও কাচালং নদীতে ফুল ভাসানোর উৎসব

ইব্রাহীম, বাঘাইছড়ি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৫:৪৩ পিএম

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম বৃহৎ উৎসব বৈ-সা-বি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ফুল বিজু উৎসব।

বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ উপলক্ষে শনিবার ভোর থেকে শুরু হয় বর্ণাঢ্য র‍্যালি এবং কাচালং নদীতে ফুল ভাসানোর আনুষ্ঠানিকতা।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত তরুণ-তরুণী ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন এই আয়োজনে। নারী-পুরুষ সবাই পিনোন-খাদি ও ধুতি পরে ভোরের আলো ফুটতেই সমবেত হন উপজেলা লঞ্চঘাট সংলগ্ন কাচালং নদীর তীরে। সেখানে ফুল ভাসিয়ে প্রার্থনার মধ্য দিয়ে ফুল বিজুর সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, সাবেক পৌর কাউন্সিলর রুবেল চাকমা ও মিঠেল চাকমা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিরীন আক্তার তার বক্তব্যে বলেন, “পাহাড়ের সবচেয়ে বড় উৎসব হলো বিঝু—যার মাধ্যমে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানো হয়। এ উৎসব পাহাড়ি সম্প্রদায়ের ঐক্য, সংস্কৃতি ও সৌহার্দ্যকে আরও গভীর করে তোলে।” তিনি বাঘাইছড়ি বাসীকে নববর্ষ ও বিঝু উৎসবের শুভেচ্ছা জানান।

উৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামে গ্রামে ফুল বিজু এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।

ইএইচ