লক্ষ্মীপুরের উত্তর জয়পুরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুবেল হোসেন (৩০) নামে এক যুবক প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ও পরে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে গেছে।
শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১১টায় জেলার চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের কালাচাঁদের বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুবেল ওই বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই ইউনিয়নের মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে মাদক ব্যবসায়ী আজাদ হোসেন বাবলু প্রকাশ ফাইটার (৩৪) ও একই গ্রামের হানিফ মিয়াজীর বাড়ির মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আলমগীর হোসেন রাব্বি (৩২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
গুলিবিদ্ধ রুবেলের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে রুবেল নিজ বাড়ির দরজায় হাঁটাহাঁটি করছিল। এসময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম হাতে বিদ্ধ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা নিয়ে রুবেলের সাথে তার সহযোগীদের বিরোধ চলে আসছিল। রুবেল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, বাম হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়ে একব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান জানান, ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের রিমান্ডে এনে ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।
বিআরইউ