হরিনাকুণ্ডুতে মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৬:৫৭ পিএম

ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে জাতীয়তাবাদী মহিলা দলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় হরিনাকুণ্ডু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত ৫ শতাধিক নারী কর্মী অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিনাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহকারী অধ্যাপক কামাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান ও মহিলা দলের আহ্বায়ক মোছা. সেলিনা খাতুন প্রমুখ।

বক্তারা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগাম নির্বাচনের প্রস্তুতি ও একতাবদ্ধভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

ইএইচ