ক্লিনিক মালিকের বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগে বিক্ষোভ

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৭:২৭ পিএম

মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় লোকমান মোল্লা নামের এক ক্লিনিক মালিকের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও নারীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে।

শনিবার দুপুর ১টার দিকে বিক্ষুব্ধ নারী-পুরুষ মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে অভিযুক্ত লোকমান মোল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ শেষে পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লিখিত অভিযোগও দায়ের করা হয়। এ সময় বিক্ষোভকারীরা নানা স্লোগানের মাধ্যমে লোকমান মোল্লার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, কলেজ রোড এলাকায় ইকবাল মৃধা ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। কয়েক বছর আগে লোকমান মোল্লা ওই এলাকায় একটি ক্লিনিক স্থাপন করেন। এরপর থেকেই তিনি ক্লিনিক সম্প্রসারণের উদ্দেশ্যে ইকবাল মৃধাদের জমির প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং বিভিন্ন কৌশলে জমি দখলের চেষ্টা শুরু করেন।

শনিবার সকালে লোকমান মোল্লা ভাড়াটে লোকজন নিয়ে ইকবাল মৃধার জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখলের চেষ্টা চালান বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ সময় বাধা দিতে গেলে অনি আক্তার (২৬), আকাশ মৃধা (৩৩) সহ কয়েকজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পাপড়ি আক্তার বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক জমি দখলের পাঁয়তারা করছে লোকমান মোল্লা। প্রতিবাদ করলেই তার ভাড়াটে লোকজন দিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়, মিথ্যা মামলায় হয়রানি করা হয়। আমরা ন্যায়বিচার চাই।”

অপর বাসিন্দা ইকবাল মৃধা বলেন, “লোকমান মোল্লা তার ক্লিনিক বড় করার জন্য আমাদের জমি দখলের চেষ্টা করছেন। আমাদের পরিবারের সদস্যদের নামে মামলা দিয়ে হেনস্তা করছেন। এমনকি নারীদের ওপরও হামলা চালিয়েছেন।”

তবে অভিযুক্ত লোকমান মোল্লা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি বৈধভাবে ক্রয় করা জমিতে ক্লিনিক স্থাপন করেছি।”

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, “বিক্ষোভকারী নারীদের সঙ্গে আমরা কথা বলেছি। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ইএইচ