কালীগঞ্জে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৭:৩০ পিএম

"বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে সন্ত্রাস,জঙ্গিবাদ, ইভটিজিং,নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকসহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে কালীগঞ্জ থানার  আয়োজনে উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় কালীগঞ্জ স্পর্শকাতর থানা। আশপাশের বেশ কয়েকটি জেলা এবং উপজেলার মাদক সেবী ও মাদক ব্যবসায়ীরা কালীগঞ্জে প্রতিনিয়ত অসৎ উদ্দেশ্য যাতায়াত করে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদেরকে প্রতিহত করতে।

তিনি আরো বলেন, গত ৭ মাসে এই জেলার ব্যাপক পরিবর্তন করেছি। যার সুফল আপনারা ভোগ করছেন। সব ধরনের পুলিশি সেবা এখন আপনাদের দোরগোড়ায়। নিরাপদ উপজেলা গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতফূর্ত সহযোগিতা। পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি রোল মডেল কালীগঞ্জ থানা গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকার ও পুলিশের আইজিপি পুলিশ-জনগণ সম্পর্ক আরো দৃঢ় করতে এবং পুলিশি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। আমার থানা পুলিশ আপনাদেরকে যেকোনো ধরনের সেবা দিতে সর্বদা প্রস্তুত আছে। আপনারা আসুন এবং সেবা নিন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিকের সভাপতিত্বে এসআই এরশাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও  চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য দেন, চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্কেল আলী মাস্টার, গোড়ল দাখিল মাদ্রাসার সুপার মোবাশ্বের আহমেদ, ছাত্রপ্রতিনিধি আযমাইন সাদিক রুপক, ইউপি সদস্য সোহেল রানা প্রমুখ।

সভায় জনপ্রতিনিধ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক,ব্যবসায়ী মসজিদের ইমাম, মোয়াজ্জিন, ছাত্র, পুলিশিং কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

ইএইচ