কালিয়াকৈরে জলাশয় থেকে দামি গাড়ি উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০১:৫৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈরের আশিক নগর এলাকায় একটি দামি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের একটি জলাশয়ে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়রা গাড়িটি পানিতে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে। তবে গাড়িটির মালিকানার বিষয়ে কেউ নিশ্চিত নয়, যার ফলে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে।

কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা যুবায়ের আহমদ জানান, ‘গাড়ির মালিক এখনো শনাক্ত হয়নি। তদন্ত শেষে বৈধ মালিককে হস্তান্তর করা হবে।’ পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

বিআরইউ