২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) অনুষ্ঠিত হয়েছে। এতে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য কৃষি শিক্ষায় অংশগ্রহণ সহজ ও ব্যয়সাশ্রয়ী হলো।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম বলেন, ‘ঢাকায় যাতায়াত, থাকা-খাওয়ার খরচ এবং সময় অপচয়ের কথা বিবেচনায় নিয়েই আমরা কুড়িকৃবিতে কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছিলাম। কেন্দ্রীয় ভর্তি কমিটি তা সর্বসম্মতভাবে অনুমোদন করেছে।’
ভর্তি পরীক্ষাকে ঘিরে কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা ছিল লক্ষণীয়। শিক্ষার্থীরা ও অভিভাবকরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
বিআরইউ