কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কালবৈশাখি ঝড়ে গাছচাপায় ছকিলা বেগম (৫৪) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ছকিলা বেগম ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। ঘটনার সময় তিনি একা ঘুমিয়ে ছিলেন নিজ ঘরে। হঠাৎ প্রবল ঝড়ে পাশের একটি বিশাল ভেল্লি গাছ উপড়ে তার ঘরের উপর পড়ে যায়। এতে ঘরের ভেতরে বিছানায় থাকা অবস্থাতেই তিনি চাপা পড়ে মারা যান।
ঝড় থেমে গেলে পরিবারের সদস্যরা গাছ পড়ে থাকার বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে এবং গাছ সরিয়ে মৃতদেহ উদ্ধার করে।
ঘটনার খবর পেয়ে সকালে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
বিআরইউ