অফিসারবিহীন মাদারীপুর জেলা রেজিস্ট্রি অফিস, সেবা বঞ্চিত সাধারণ মানুষ

মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৫:৩১ পিএম

সরকারি ছুটি না থাকলেও অফিসার না থাকায় কার্যক্রম একপ্রকার বন্ধ অবস্থায় রয়েছে মাদারীপুর জেলা রেজিস্ট্রার অফিসে। ফলে নানা প্রয়োজনে আসা সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অফিসে মাত্র গুটি কয়েক কর্মচারী উপস্থিত থাকলেও, কর্মকর্তাদের অনুপস্থিতিতে কোনো কার্যক্রমই ঠিকভাবে পরিচালিত হচ্ছে না।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, জেলা শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত তিনতলা ভবনের ৩য় তলায় রেকর্ড রুম, যেখানে দলিলের নকল সরবরাহ করা হয়। সেখানে কয়েকজন কর্মচারী অলস সময় পার করলেও কার্যক্রম প্রায় স্থবির।

২য় তলায় জেলা রেজিস্ট্রারের কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। নিচ তলায় সদর উপজেলা সাব-রেজিস্ট্রারের খাস কামরা ও এজলাস রুমেও কর্মকর্তা অনুপস্থিত ছিলেন।

অফিসে আগত সেবাপ্রার্থীদের কেউ কেউ ফিরে যেতে বাধ্য হন। লঞ্চঘাট এলাকার বাসিন্দা আরিফ হোসেন জানান, “আমি রেজিস্ট্রি অফিসে কাজের জন্য এসেছিলাম। কিন্তু স্যাররা কেউ অফিসে নেই, এক কর্মচারী বলেছেন আজ কাজ হবে না, পরশু আসতে বলেছে।”

দলিল লেখক সাকিব বলেন, “রবিবার সাধারণত অফিসিয়াল কাজ হয় না, স্যারদের আজ দেখিনি, কোথায় আছেন তাও জানি না।”

দলিল লেখক সমিতির সভাপতি দিদার হোসেন শুরুতে দাবি করেন অফিসে কাজ চলছে। কিন্তু অফিসার না থাকলে কীভাবে কাজ হয়—এই প্রশ্নে তিনি জানান, “স্যাররা হয়তো কাছাকাছি আছেন, ডাকলে পাওয়া যাবে।”

সদর উপজেলা সাব-রেজিস্ট্রার আমির হোসেন প্রথমে জানান তিনি ছুটিতে আছেন। তবে কার অনুমতি নিয়ে ছুটি নিয়েছেন জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, “আমি অসুস্থ হতে পারি। আপনার কাজ থাকলে বলেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। অফিসিয়াল বিষয় নিয়ে আমি কি আপনাদের সঙ্গে আলোচনা করব?”

জেলা রেজিস্ট্রার আমির হামজা প্রথমে বলেন তিনি অফিসের বাইরে আছেন, পরে জানান ছুটির কথা বলে গেছেন। তবে সদর সাব-রেজিস্ট্রার অফিসে আছেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এদিকে সরকারি ছুটির দিন না হলেও কর্মকর্তাদের এমন অনুপস্থিতিতে সেবাপ্রত্যাশীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

ইএইচ