শালিখায় অগ্নিকাণ্ডে পুড়ে প্রাণ গেল প্রতিবন্ধী ব্যক্তির

শালিখা (মাগুরা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৭:৫১ পিএম

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারের কালীগঞ্জ রোড এলাকায় অগ্নিকাণ্ডে সুমন কর্মকার (৪২) নামে এক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন কর্মকার ওই এলাকার দিলীপ কর্মকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন কর্মকার পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে দুই পা অচল অবস্থায় নিজ ঘরের ভেতরেই বসবাস করতেন। তিনি খাওয়া-দাওয়া, চলাফেরা—সবই ঘরের মধ্যেই করতেন। অগ্নিকাণ্ডের সময় ঘরে থাকা অন্যান্য সদস্যরা কোনোমতে বাইরে বেরিয়ে আসলেও সুমন কর্মকার বের হতে না পারায় ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

শালিখা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সঞ্জয় দেবনাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই সুমনের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং তিনি ঘরের ভেতরেই পুড়ে মারা যান।

শালিখা থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরা আর্মি ক্যাম্পের মেজর সাফিনের নেতৃত্বে একটি সেনা টিম। তারা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সহায়তা হিসেবে প্রদান করেন।

ইএইচ