নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক এবং বনবিট কর্মকর্তা আনিসুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
শোভাযাত্রা শেষে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
ইএইচ