নেত্রকোনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৫:১৮ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় মাদ্রাসায় পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গলবার সকালে মোজাম্মেল হোসেন (৫৫) নামের এক মুদি দোকানিকে আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।      

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করে নেত্রকোণা আদালতে পাঠিয়েছেন পুলিশ।

মোজাম্মেল হোসেন উপজেলার লেংগুরা ইউনিয়নের দক্ষিণ চৈতানগর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে।  

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, মঙ্গলবার সকালে এক ছাত্রীর বাবা বাদী হয়ে মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলার পরপরই মোজাম্মেল হোসেনকে আটক করে দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এবং আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিআরইউ