জিলাপি খাওয়ার আবদার করায় ইটনার ওসি প্রত্যাহার

কিশোরগঞ্জ প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ১১:৫০ এএম

‘জিলাপি খাওয়ার’ কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার ঘটনায় কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর স্বাক্ষরিত আদেশে তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একইসঙ্গে ইটনা থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাফর ইকবাল।

জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের প্রকল্পে পাওয়া টাকার বিষয়ে ইটনা থানার ওসি মনোয়ার হোসেন ‘জিলাপি খাওয়ার’ আবদার করেন আফজাল হুসাইন শান্ত নামে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর এক নেতার কাছে। এ সংক্রান্ত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী আফজাল হুসাইন শান্ত বিষয়টি জেলা পুলিশ প্রশাসনকে জানানোর পর ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয়দের অনেকে বিষয়টিকে শৃঙ্খলা রক্ষায় পুলিশের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

ওসি মনোয়ারের প্রত্যাহারকে কেন্দ্র করে ইটনা উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে ‘শাস্তিমূলক ব্যবস্থা’, আবার কেউ বলছেন ‘প্রশাসনের দ্রুত জবাবদিহিতার উদাহরণ’।

বিআরইউ