চট্টগ্রাম মহানগরে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নগরীর বাকলিয়া এলাকার বির্জাখাল খননের মধ্য দিয়ে এ প্রকল্পের উদ্বোধন হবে শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায়।
এ উপলক্ষে সম্প্রতি জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি ও মহানগর আমীর আলহাজ শাহজাহান চৌধুরী।
সভায় জানানো হয়, জামায়াতের টেকনিক্যাল টিম ইতোমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে প্রকল্প এলাকা পরিদর্শন ও জরিপ শেষ করেছে।
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও প্রকৌশলীরা।
সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘বর্ষা এলেই চট্টগ্রামের মানুষের দুর্ভোগের অন্যতম কারণ জলাবদ্ধতা। এই সমস্যা সমাধানে নাগরিক উদ্যোগ হিসেবে জামায়াত স্ব-উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন করছে। সরকার ও সিটি কর্পোরেশন চাইলে আমরা সহযোগিতা দিতে প্রস্তুত।’
তিনি খাল খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে চসিকের লজিস্টিক সহায়তারও আহ্বান জানান।
বিআরইউ