পঞ্চগড়ের দেবীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় জেঠাতো ভাই ও তার মা গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রাধানাথ মাটিয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—রঞ্জু সরকারের স্ত্রী মাহফুজা ও তাদের ছেলে মামুন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত মোস্তাফিজুর রহমান (৩২) মাদকাসক্ত এবং পূর্ব থেকেই মামুনের ওপর ক্ষিপ্ত ছিলেন। ঘটনার দিন সকালে বাড়ির সামনে থেকে মামুনকে পেছন থেকে লোহার অ্যাঙ্গেল দিয়ে আঘাত করেন তিনি। পরে বাড়ির ভেতরে ঢুকে ধারালো অ্যাঙ্গেল দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে মামুনের দুই হাতের কবজি ও এক কান প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা মাহফুজারও ডান হাতের আঙুল ও বাম হাতের বৃদ্ধাঙ্গুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর স্থানীয়রা মোস্তাফিজুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা জানান, আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হামলায় ব্যবহৃত লোহার অ্যাঙ্গেল উদ্ধারে অভিযান চলছে।
বিআরইউ